• আর থাকছে না সিঙ্গুর আন্দোলন লোকাল! প্রতিবাদে তীব্র বিক্ষোভ, কী জানাচ্ছে রেল? ...
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর থাকছে না সিঙ্গুর আন্দোলন লোকাল! প্রতিবাদে তীব্র বিক্ষোভ। সিঙ্গুর ১নম্বর প্ল্যাটফর্মে অবস্থান-বিক্ষোভে এদিন সামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবি মান্না-সহ তৃণমূল নেতৃত্ব ও রেল যাত্রীরা। সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে, সিঙ্গুরের রেল যাত্রীদের জন্য ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি এই লোকাল ট্রেন চালু করেছিলেন। আগামিকাল থেকে আর থাকছে না সিঙ্গুর আন্দোলন লোকাল। প্রতিবাদে আন্দোলনে নামার ডাক বেচারাম মান্নার। প্রতিবাদ মিছিল চলবে বুধবার বিকেলেও। 

    ঘটনা কী? আর কী চলবে না এই ট্রেন? রেল সূত্রের খবর, ট্রেন চলবে আগের মতোই, রাস্তার বদল ঘটবে কিছু। কী হবে সেই বদল? জানা যাচ্ছে, আরও বেশি সংখ্যক যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে এবার ওই ট্রেন চলবে তারকেশ্বর পর্যন্ত। সিঙ্গুরের বিধায়ক জানান, ‘পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুর বাসীর জন্য সিঙ্গুর আন্দোলন লোকাল দিয়েছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বাচ্ছন্দের সঙ্গে রেলে যাতায়াত করতে পারতেন।পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।‘

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘যাত্রীদের চাহিদা রয়েছে, সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।‘
  • Link to this news (আজকাল)