• মুণ্ডহীন ভূত, এখানে দিনে বা রাতে কখনোই বন্ধ হয় না ভুতুড়ে কার্যকলাপ, কীভাবে যাবেন?...
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশায় ঢাকা। গা ছমছমে পরিবেশ। দেখা দিয়েই নিমেষে মিলিয়ে যায় মুন্ডহীন একটি ছেলে। আবার ধুসর পোশাকের এক মহিলাকেও দেখা যায় কখনও কখনও। প্রত্যক্ষদর্শীরা এদের দেখার পর হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন অথবা শেষপর্যন্ত আত্মহত্যা করেছেন। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়া এই গল্প পাহাড় থেকে নেমে এসেছে সমতলে। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে কার্শিয়াংয়ে ছোট একটি হিল স্টেশন 'ডাওহিল'। এই ডাওহিল নিয়ে ছড়িয়ে আছে অজস্র এরকম গল্প। পাহাড়ের কোলে এই জায়গা হল দেশে প্রথম সারিতে থাকা একটি ভুতুড়ে জায়গার নাম। আদৌ ভুত আছে কি নেই তা জানা বা কেউ কোনদিন এই মুন্ডহীন দেহ বা ধূসর পোশাকের কোনও মহিলাকে দেখেছেন এরকম কোনও লোকের খোঁজ পাওয়াও দুষ্কর।

     

    সকলেই শুনেছেন।‌ কিন্তু লোকমুখে কথা যতটা ছড়িয়েছে ততই পর্যটকদের কাছে আকর্ষণ বেড়েছে এই ডাওহিল-এর। কুয়াশা ঘেরা এই জায়গায় সারা বছরই কম বা বেশি ঠান্ডা থাকে। সারা পাহাড় জুড়ে রয়েছে পাইন গাছের বন। অরণ্যের মধ্যে রয়েছে ইংরেজদের তৈরি একটি ইংলিশ মিডিয়াম স্কুল। শিলিগুড়ি থেকে যেতে চাইলে অনায়াসে পাওয়া যাবে শেয়ার ট্যাক্সি। শেয়ার ট্যাক্সিতে প্রতিজনের ভাড়া পড়বে প্রায় দেড়শ টাকা। নামতে হবে কার্শিয়াং-য়ে। আছে ছোট ছোট প্রচুর গাড়ি। যেগুলি ৩০ থেকে ৪০ টাকার বিনিময়ে নিয়ে যাবে ডাউহিলে। দার্জিলিং থেকে ১০০ টাকায় শেয়ার ট্যাক্সিতে নামতে হবে কার্শিয়াংয়ে। সেখান থেকে একইভাবে ছোট ছোট শেয়ার ট্যাক্সি করে পৌঁছে যাওয়া যাবে এই 'ভুতুড়ে শহরে'।
  • Link to this news (আজকাল)