• মায়ের সঙ্গে ঘুরতে এসে বিপত্তি, শিলিগুড়িতে জয় রাইডে চুল আটকে মর্মান্তিক পরিণতি ভিন রাজ্যের পড়ুয়ার ...
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারের আড়ারিয়া থেকে শিলিগুড়ির দাগাপুরে এসেছিল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সেখানেই ঘটে গেল ভয়াবহ ঘটনা।  জানা গিয়েছে সোমবার দাগাপুরে একটি অ্যাডভেঞ্চার পার্কে ট্যুর করাতে নিয়ে আসে একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। প্রায় ৫০ জন পড়ুয়া এসেছিল। সেখানে শিক্ষিকা মায়ের সঙ্গে তার ১৭ বছর বয়সী মেয়েও আসে। জয় রাইড করতে গিয়ে রাইডের চাকায় চুল আটকে গেল তরুণীর।  

    ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, রাইড অত্যাধিক গতিতে থাকায় চোখের পলকেই রাইডের চাকায় চুল আটকে মাথার খুলির চামড়া বেরিয়ে পড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন সে। 

    পরিবারের অভিযোগ, এডভেঞ্চার পার্কে সতকর্তা বিধি অবলম্বন করা হয়নি । পার্ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা। দুর্ঘটনার পরও কর্তৃপক্ষ কোনও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি। পরিবর্তে টোটো করে তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি তাঁরা আরও অভিযোগ করেন, ঘটনার পরও দায়সারা ভাব দেখিয়েছে পার্ক কর্তৃপক্ষ। ছাত্রী সুস্থ হলে পার্কের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করবেন বলে জানান তাঁরা।

    কী কী সতকর্তা অবলম্বন করা হয়? কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছিল চুল বেঁধে হেলমেট পরিয়ে রাইড ওঠানো হয়। সেক্ষেত্রে কিভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
  • Link to this news (আজকাল)