স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...
আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়িতে জমি কিনেছিলেন জিতেন্দ্রনাথ বিশ্বাস। শিলিগুড়ির অদুরে মাটিগাড়াতে অবসর জীবনের বাকিটা শান্তিতে স্ত্রী, পুত্রকে নিয়ে থাকবেন বলে। জমি কিনে একটি ছোট ঘর বানিয়ে ভাড়া দেন মুক্তি সাহা নামে এক মহিলাকে। বেশ ভালই চলছিল সব কিছু। বছর দুয়েক আগে জিতেন্দ্র বাবু ভাবেন এবার মাটিগাড়াতেই স্থায়ী বাড়ি তৈরি করবেন। সেই মতো ভাড়াটিয়াকে জানান বাড়ি ছেড়ে অন্যত্র যাবার জন্য। কিন্তু বাড়ি ছাড়েননি ভাড়াটিয়া। দিনের পর দিন একাধিক অজুহাত দেখিয়ে গিয়েছেন। এদিকে বছর খানেক আগেই মারা যান জিতেন্দ্র বাবু।
স্বামীর মৃত্যুর পর ভাড়াটিয়ার সঙ্গে বাড়ি ছাড়ার ব্যাপারে কথা বলতে শুরু করেন স্ত্রী যুথিকা বিশ্বাস। কিন্তু কে শোনে কার কথা। বাড়ি ছেড়ে দেবার বিষয়ে কোনও কর্ণপাত করেননি অভিযুক্ত ভাড়াটিয়া মুক্তি সাহা। অভিযোগ, পুলিশ সব কিছু শুনেও নেয়নি কোনও পদক্ষেপ। তবে দমেননি বৃদ্ধা। শেষমেশ শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বসেই শুরু করেন নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ ও অধিকার আদায়ের লড়াই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁর এই পদক্ষেপ বলে জানান।