ভাল কাটুক নতুন বছর, কলকাতার এই কালী মন্দিরে প্রথম দিন পুজো দিলেই শান্তি
আজ তক | ৩১ ডিসেম্বর ২০২৪
আরও একটা নতুন বছর স্বাগত। ২০২৫ সালের প্রথম দিনেও লেগে থাকে ছুটির আমেজ। বছরের প্রথম দিন নানা ভাবে পালন করেন অনেকে। কেউ পরিবারের সঙ্গে ছুটি কাটান। আবার কেউ ঘুরতে যান। কেউ আবার মন্দিরে গিয়ে পুজো দেন। ১ জানুয়ারি বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে। কলকাতার বিভিন্ন কালী মন্দিরেও ভক্ত সমাগম হয়। তবে শহরের এই কালী মন্দিরগুলিতে ভিড় একটু বেশিই হয়। কারণ, বিশ্বাস করা হয়, বছরের প্রথম দিনে এই মন্দিরে পুজো দিলে সারা বছর ভাল কাটে। দক্ষিণেশ্বর মন্দির মা ভবতারিণীর পুজো করা হয় এখানে। সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে লাখ লাখ ভক্ত সমাগম হয়। এদিন কল্পতরু উৎসব পালন করা হয়। মনে করা হয়, এদিন মায়ের কাছে ভক্তরা যা চান, তাই নাকি পেয়ে যান। কালীঘাট ৫১ সতীপীঠের অন্যতম তীর্থস্থান কালীঘাট। দক্ষিণেশ্বরের মতো শহরের এই মন্দিরেও বছরভর ভিড় লেগে থাকে। ১ জানুয়ারি সকাল থেকেই বহু মানুষ পুজো দিতে ভিড় করেন কালীঘাটে। ঠনঠনিয়া কালী বাড়ি
কলকাতার অন্যতম কালী মন্দির হল ঠনঠনিয়া কালী বাড়ি। এই মন্দিরের মাহাত্ম্যও অনেক। ১ জানুয়ারি অনেকেই এই মন্দিরে পুজো দেন ভক্তিভরে। লেক কালী বাড়ি কালীঘাট থেকে সামান্য দূরেই রয়েছে লেক কালী বাড়ি। সারা বছর এই মন্দিরেও প্রচুর ভক্ত সমাগম হয়। নতুন বছরের প্রথম দিনে এই মন্দিরেও বিশেষ পুজো করা হয়। চাইনিজ কালী মন্দির
কলকাতার বুকে রয়েছে চাইনিজ কালী মন্দির। এই মন্দিরেও ভক্তি ভরে পুজো করা হয়। অনেকেই বছরের প্রথম দিনে এই মন্দিরে ভিড় জমান।