• কলকাতা পুলিশের 'নিউ ইয়ার ইভ'-এর আমন্ত্রণপত্রে নিরাপত্তার প্রচার, 'Guest' হবেন নাকি?
    আজ তক | ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৩১ জানুয়ারি আপনার প্ল্যান কী? কোথাও কোনও পার্টিতে যাওয়ার আমন্ত্রন পাননি। চিন্তা করবেন না, বছরের শেষদিনটা আপনার মোটেও খারাপ যাবে না। আপনার জন্য রয়েছে একেবারে ফ্রি-তে পার্টিতে এন্ট্রি করার সুযোগ। আর এই পার্টির আয়োজক খোদ কলকাতা পুলিশ। অবাক হওয়ার কোনও কারণ নেই, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে এমনই এক পার্টির আমন্ত্রণপত্র পোস্ট করা হয়েছে, যা রীতিমতো ভাইরাল। তবে এই আমন্ত্রণপত্রে এও বলা হয়েছে পার্টি সারারাত চললেও তাদের এই পার্টির অতিথি হওয়ার চেষ্টা করবেন না। 
    আসল কথা হল এটা বর্ষবরণ রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক সচেতনতা বার্তা। যা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। কলকাতা পুলিশ তাঁদের অভিনব পোস্ট, বুদ্ধি দিয়ে বারেবারে শহরবাসীর মন কেড়েছে। তাঁদের ফেসবুকের পোস্টগুলো হামেশাই ভাইরাল হয়। এদিনও তার অন্যথা হল না। সোমবার কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে এই সচেতনতা বার্তার এক অভিনব পোস্ট নজরে আসল।  ঠিক যেন ‘পার্টি’র আমন্ত্রণ! তারই আদলে জনতাকে সতর্ক করা হয়েছে এই মর্মে যে বর্ষবিদায়ের লগ্নে যতই পার্টি করুন, ন্যূনতম বিধিনিষেধ মানতেই হবে। নইলে হতে হবে পুলিশের ‘অতিথি’, যা মোটেই কেউ চান না।
    ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে একটি কার্ড দেওয়া হয়েছে, যেখানে লেখা নিউ ইয়ার ইভ, যেটা দেখলে পার্টির আমন্ত্রণপত্র বলেই মনে হবে। সেখানে স্পেশাল পারফর্ম্যান্স করবে ডিজে ট্রাফিক পুলিশ। ফ্রি-তে এন্ট্রি করতে পারবেন বেপরোয়া গতিতে বা মদ্যপ অবস্থায় গাড়ির চালকেরা, ট্রাফিক সিগন্যাল ভাঙবেন যারা, হেলমেট ছাড়া বাইক যারা চালাবেন এবং অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গকারীরা। কোথায় হচ্ছে এই পার্টি? কলকাতা পুলিশের অন্তর্গত গোটা শহর জুড়ে, তাও আবার সারা রাত। আর এরপরই পুলিশের আসল টুইস্ট। আমন্ত্রণপত্রের শেষে লেখা, চেষ্টা করবেন আমাদের অতিথি না হওয়ার। কলকাতা পুলিশের অভিনব এই উদ্যোদ দারুণভাবে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই পোস্টটি শেয়ার করছেন। 
    প্রতি বছর বর্ষশেষ ও বর্ষবরণের এই সময়ে কলকাতার ভিড়ের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্য়বস্থা থাকে কলকাতা পুলিশের তরফে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাতের শহরে বাড়তি বাহিনী, ফ্লাইং স্কোয়াড, ওয়াচ টাওয়ার থাকবে। মোড়ে মোড়ে থাকবে টহলরত অতিরিক্ত ট্রাফিক পুলিশও। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতভর প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ টহল দেবেন শহরের বিভিন্ন প্রান্তে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর লালবাজার। 
  • Link to this news (আজ তক)