• বন্যপ্রাণীর হামলার ভয়, সান্তলাবাড়িতে খোলা হল গ্রাম পঞ্চায়েতের সাব অফিস
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আলিপুরদুয়ার, ৩১ ডিসেম্বর: আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ১৩টি পাহাড়ি গ্রাম থেকে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিসের দূরত্ব ৪৫ কিলোমিটার। বন্যপ্রাণীদের হামলার ভয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর দিয়ে পঞ্চায়েত অফিসে আসা সম্ভব হয় না বক্সা পাহাড়ের চারটি বুথের বাসিন্দাদের। তাঁদের অসুবিধার কথা ভেবেই আজ, মঙ্গলবার সান্তলাবাড়িতে গ্রাম পঞ্চায়েতের একটি সাব অফিস খোলা হল। এই ব্যবস্থার ফলে বক্সা পাহাড়ের বাসিন্দাদের পঞ্চায়েত অফিসে আসার দূরত্ব এক ধাক্কায় ৩৬ কিলোমিটার কমে গেল। সান্তলাবাড়িতে পঞ্চায়েতের সাব অফিস চালু হওয়ায় উচ্ছ্বসিত বক্সা পাহাড়ের মানুষজন। এদিন গ্রাম পঞ্চায়েতের এই সাব অফিসের উদ্বোধন করেন প্রধান সোনম ডুকপা। আয় বাড়াতে  সান্তলাবাড়িতে একটি সেলফি জোনও চালু করা হয়েছে। ডুকপা পোশাকে সেলফি তোলার জন্য পর্যটক প্রতি ৫০ টাকা করে ধার্য করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)