রেষারেষির জেরে মহিলার পায়ে উপর দিয়েই চলে গেল বাস! ভর্তি হাসপাতালে
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনেও শহরে বাস দুর্ঘটনা। বিধাননগর স্টেশন সংলগ্ন সড়কে দুটি বেসরকারি বাসের রেষারেষিতে গুরুতর জখম মহিলা। পুলিস সূত্রে খবর, আহত মহিলার নাম অনিমা দত্ত। জানা গিয়েছে আজ, মঙ্গলবার সকালে খান্নার দিক থেকে হাওড়া-বারাসাত রুটের একটি বাস দ্রুত গতিতে উল্টোডাঙার দিকে আসছিল। সেই সময় বাগবাজার থেকে আসছিল একটি গড়িয়াগামী বাসও। হঠাৎই দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়। তখন তেলেঙ্গাবাগানের কাছে রাস্তা পার হচ্ছিলেন অনিমা দেবী। রেষারেষির জেরে দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে বারাসতগামী বাসটি। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই মহিলার পায়ের উপর দিয়ে বাসটি চলে গিয়েছে। ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয়রা ওই দুটি বাসেই ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ। পাশাপাশি স্থানীয়দের দাবি, এই এলাকায় ট্রাফিক পুলিসের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে। নিত্যদিনই রেষারেষির ঘটনা ঘটে। পুলিসকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে আসে মানিকতলা থানার পুলিস। আসেন এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডেও। ঘটনার জেরে বিধাননগর এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।