• সিঙ্গুর লোকালের যাত্রাপথ সম্প্রসারণের প্রতিবাদে বিক্ষোভ
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪


  • মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে। ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ তুলে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বক্তব্য, ‘সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূলের নেতা-নেত্রীরা রাজভোগ খাচ্ছে, কৃষকদের কথা ভাবছে কোথায়?’
    বিজেপির কনভেনার মধুসূদন দাসের দাবি, এই রাজ্যে সবথেকে বড় আন্দোলন হয়েছে আরজি করের ঘটনা নিয়ে। তিনি বলেন, “রেলকে বলব আরজি কর আন্দোলনের জন্য প্রতিটি শাখায় একটি করে ট্রেন বাড়ানো উচিৎ তিলোত্তমার নামে।”

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “যাত্রীদের চাহিদা আছে। সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে ও একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)