• 'মেইড ইন বাংলাদেশ', বর্ষশেষে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ!
    ২৪ ঘন্টা | ৩১ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দাম ৬ কোটি ৬০ লক্ষ টাকা! খাস কলকাতা থেকে এবার বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন। গ্রেফতার করা হল এক মহিলাকে। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

    ঘটনাটি ঠিক কী? কথায় কথায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক খাওয়ার দিন শেষ। সঙ্গে গ্যাসের ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিনও।  'কোয়ালিটি টেস্ট' পাস করতে পারেনি ৫০টিরও বেশি ওষুধ। কিন্তু নামদামী কোম্পানির সেই ওষুধ নিয়েই নাকি চলছে কালোবাজারি! অভিযোগ, ভুয়ো সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। আর সেই ওষুধই নামী কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে। সেই সূত্রে দেশজুড়ে অভিযানে চালাচ্ছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন। বাদ গেল না কলকাতাও।

    অভিযোগ, ক্যানসার, ডায়াবেটিস-সহ সব রোগের ওষুধ নিয়ে কালোবাজারি হচ্ছিল কলকাতায়। এদিন যে ওষুধগুলি উদ্ধার হয়েছে, সেই ওষুধে বিভিন্ন দেশের স্ট্যাম্প লাগানো ছিল। যেমন, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকা, এমনকী, বাংলাদেশে তৈরি স্ট্যাম্পও! অর্থাত্‍ জাল ওষুধের একটা অংশে ছিল লেখা ছিল 'Made in Bangladesh'।  সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, বাজেয়াপ্ত ওষুধগুলি আমদানি সংক্রান্ত কোনও বৈধ নথি নেই। সেকারণেই গ্রেফতার করা হয়েছে দোকানের মালিক ওই মহিলাকে।

  • Link to this news (২৪ ঘন্টা)