• বাড়ছে শেষ মেট্রোর ভাড়া
    প্রতিদিন | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: নতুন বছরের শুরুতেই মেট্রোযাত্রীদের জন্য ধাক্কা! দিনের শেষ স্পেশাল মেট্রোর ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। মাঝে কিছুদিনের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রেখেছিল তারা। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করল কর্তৃপক্ষ। কত বাড়বে ভাড়া?
    রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতোদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বার বার দাবি করেছে, আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতি পূরণ করতেই এবার ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া দিতে হত। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া। 
  • Link to this news (প্রতিদিন)