• রাস্তায় বাবা-মেয়ের দেহ পড়ে, পথেই কাতরাচ্ছেন মা-ছেলে, মর্মান্তিক দুর্ঘটনা তমলুকে
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৪
  • ভয়াবহ পথদুর্ঘটনা নন্দকুমারে। একই স্কুটিতে ছিলেন বাবা, মা ও তাঁদের দুই সন্তান। স্কুটি উল্টে পড়ে মৃত্যু হয় বাবা ও মেয়ের। হাসপাতালে লড়ছেন মা ও ছেলে। জানা গিয়েছে, মঙ্গলবার নন্দকুমারের দিক চারজন স্কুটিতে আসছিলেন। এ দিকে তমলুকের নিমতৌড়ির কাছে সিগন্যাল দেখে বাইকটি দাঁড়িয়ে পড়ে। সেই সময়ই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। পাল্টি খেয়ে পড়ে স্কুটিটি।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় ধনঞ্জয় সামন্ত (৩০) ও বনশ্রী সামন্তর (৭)। রক্তাক্ত অবস্থায় মধুমিতা সামন্ত (২৪) ও বলরাম সামন্ত (৩)-কে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এ দিন ঘটনাস্থলে একটি হেলমেট পড়ে থাকতে দেখা গিয়েছে। বাকিদের মাথায় হেলমেট ছিল কি না, তা স্পষ্ট নয় এখনও। একইসঙ্গে একটি স্কুটিতে এতজনের ঝুঁকিপূর্ণ যাতায়াত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।

    এ দিকে এই ঘটনার পরই উত্তেজিত জনতা ১১৬ বি জাতীয় সড়ক অবরোধ করেন। এলাকার মানুষের দাবি, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। এলাকার একটি উড়ালপুলের দাবিও জানান তাঁরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার লোকজনের অভিযোগ, এখানে গাড়ির গতি অনেক বেশি থাকে। অথচ যথাযথ নজরদারির কোনও ব্যবস্থাই নেই। ট্রাফিক পুলিশ আদৌ কিছু দেখে কি না, কেউ বলতে পারবে না। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এ দিন যা হল তা সাংঘাতিক। তাঁদের বক্তব্য়, বছর শেষে পরিবার নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন হয়ত ওই ব্যক্তি। আর বাড়ি ফেরা হল না। একটা বাচ্চারও প্রাণ গেল মর্মান্তিক ভাবে। যাঁরা রয়ে গেলেন, তাঁদেরও নতুন লড়াই শুরু হল।

  • Link to this news (এই সময়)