• বছর শুরুর দিনেই নামবে পারদ, চেনা ছন্দে ফিরছে শীত, কুয়াশার সতর্কতা কোন কোন জেলায়?
    আনন্দবাজার | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নতুন বছরের শুরুতে চেনা ছন্দে ফিরছে শীত! তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেশ খানিকটা কমলেও তার পর থেকে কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

    মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরেই। তবে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ নতুন বছরের প্রথম সকালে ফিরতে পারে শীতের চেনা ছন্দ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ বারের শীতে মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝাই। এ ছাড়া, অসমে এবং বিহার-সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তবে বর্ষশেষের রাতে উত্তুরে হাওয়া থাকবে বাংলায়। তার জেরে নামবে পারদ। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহেও জাঁকিয়ে শীত অধরাই থেকে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    এখনই কনকনে ঠান্ডা না পড়লেও বঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। কুয়াশার কারণে সেখানে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

    বৃহষ্পতিবারের মধ্যে বঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বুধবার ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের ১০ ডিগ্রির নীচে নামতে পারে। চলতি সপ্তাহের শুরুতেও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে! কিন্তু নতুন বছরের শুরুতেই পাল্টাতে পারে সেই চিত্র।

  • Link to this news (আনন্দবাজার)