• বছরের শেষ রাতে রাস্তা ‘বদলে’ যাচ্ছে কলকাতার! কোনটা ওয়ান ওয়ে, গাড়ি রাখা নিষেধ কোন পথে
    আনন্দবাজার | ৩১ ডিসেম্বর ২০২৪
  • বর্ষশেষের রাত এবং বর্ষবরণকে কেন্দ্র করে যাতে শহরে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য আগেভাগেই নিরাপত্তা আঁটসাঁট করেছে লালবাজার। বিশেষ করে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় বর্ষবরণের রাত যে উৎসবে মাতোয়ারা হয়, আর সেই উৎসবকে কেন্দ্র করে যে ভিড়ের সমাগম হয়, সেই ভিড়কে সচল রাখাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। তাই বর্ষশেষের রাতে শহরে নজরদারি আরও আঁটসাঁট করা হয়েছে। একই সঙ্গে যান চলাচলের বিষয়টি মাথায় রেখে বেশ কয়েকটি পদক্ষেপও করা হয়েছে।

    পুলিশের তরফে যান চলাচল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতি বছরই বর্ষবরণকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয় পার্ক স্ট্রিটে। রাতভর ভিড়ে জমজমাট থাকে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন রাস্তাগুলি। গাড়িচালকদের যাতে সমস্যার মুখে পড়তে না হয় তার ব্যবস্থা করেছে পুলিশ। গাড়ি চলাচল মসৃণ রাখতে বেশ কয়েকটি রাস্তায় ‘নো পার্কিং’ জ়োন ঘোষণা করা হয়েছে।

    লালবাজারের তরফে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি রাত এবং ১ জানুয়ারি বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কোথাও কোথাও পরিস্থিতি বুঝে গাড়ি ঘুরিয়ে দেওয়াও হতে পারে। রাত ৩টে পর্যন্ত পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্বে একমুখী (ওয়ান ওয়ে) গাড়ি চলবে। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে। ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)।

    এ ছাড়াও ওই সময়ে ওয়ান ওয়ে থাকবে ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট এবং এজেসি বোস রোডের মাঝে)। রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যেতে পারবে না। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না। গাড়ি পার্ক করা যাবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিম দিকেও পার্কিং করা যাবে।

    কোন কোন জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও একটা তালিকা দিয়েছে লালবাজার। সেগুলি হল, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট। বর্ষবরণের রাতে শহরের ভিড় এবং যান চলাচল মসৃণ রাখতে, এমনকি নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত চার হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর।

  • Link to this news (আনন্দবাজার)