আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। তবে এত দিন তা কার্যকর করা যায়নি। বছরের ঠিক শেষ দিনটাতেই যাত্রীদের খারাপ খবর দিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিন থেকেই ভাড়া বাড়ছে মেট্রোর। তবে সব ট্রেনের নয়। ‘রাতের বিশেষ পরিষেবা’ হিসেবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টা বেজে ৪০ মিনিটে, ‘ব্লু লাইনে’ যে ট্রেন চলে, সেই ট্রেনে ২০২৫-এর ১ জানুয়ারি থেকে টিকিট প্রতি ১০ টাকা করে অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের।
রাতের যাত্রীদের সুবিধার্থে, সপ্তাহান্ত বাদে প্রতিদিন রাত ১০টা বেজে ৪০ মিনিটে, কবি সুভাষ স্টেশন এবং দমদম স্টেশন থেকে দুই মুখি দুটি ট্রেন চালায় কলকাতা মেট্রোরেল। কিন্তু নভেম্বরের শেষে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, শেষ ট্রেনে তুলনামূলকভাবে যাত্রী অনেক কম হয়। তাই ওই দুই ট্রেনের ভাড়া বাড়ানো হবে। প্রযুক্তিগত কারণে অবিলম্বে তা বাড়ানো যাচ্ছে না বলেও জানিয়েছিল তারা। আগামী দিনে যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তাও জানিয়ে রেখেছিল তারা।
বছরের প্রথম দিন থেকেই সেটা হতে চলেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর), কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) থেকে ব্লু লাইনে রাতের বিশেষ পরিষেবা হিসেবে, রাত ১০টা বেজে ৪০ মিনিটে যে ট্রেন চলে, তার প্রতি টিকিটে ১০ টাকা সারচার্জ বা অতিরিক্ত ভাড়া দিতে হবে। নিয়মিত পরিষেবার বাইরে রাতের বিশেষ পরিষেবা হিসেবে অন্যান্য যে ট্রেনগুলি চালানো হয়, সেগুলির টিকিটের ক্ষেত্রেও এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে।