• ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষদিনেও দুর্ঘটনার কবলে রাজ্য। দীঘার মেচেদা ১১৬ বি নম্বর জাতীয় সড়কে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। এর জেরে প্রাণ গেল দু'জনের। 

     

     

     

    জানা গিয়েছে, মঙ্গলবার, নন্দকুমারের দিক থেকে স্কুটিতে করে স্বামী-স্ত্রী এবং তাঁর দুই সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। তমলুক নিমতৌড়ির কাছে সিগনাল থাকায় দাঁড়িয়ে পড়ে গাড়িটি। পিছন দিক থেকে একটি ট্যাঙ্কার এসে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ছিটকে পড়ে স্কুটি। ঘটনাস্থলেই এক শিশু -সহ দু'জনের মৃত্যু। দ্রুত তাঁদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

     

     

    এরপরই ১১৬ বি জাতীয় সড়ক অবরোধ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। উত্তর সোনামুই অঞ্চলের উপপ্রধান লক্ষণ দাস জানিয়েছেন, ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা ঘটেছে। বহুদিন ধরে বলেও দ্রুত ফ্লাইওভারের সমস্যার দাবি মেটেনি। তার জেরেই বাঁধে এই বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তমলুক থানার পুলিশ। 
  • Link to this news (আজকাল)