• 'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুকুর পারের একদিকে অভিযুক্ত, অন্যদিকে পুলিশ। কোন্নগর জোড়াপুকুর অঞ্চলে তখন যেন নাটকের ক্লাইম্যাক্স। পুকুর পারে দাঁড়িয়ে অভিযুক্ত পুলিশকে চিৎকার করে বলছেন,  "কাছে আসবেন না স্যার। বুকে গুলি খেয়ে মরব তবু ধরা দেব না।" নাজেহাল পুলিশ অবশ্য বছরের শেষদিনে খালি হাতেই ফিরল।

    উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকালে জোড়াপুকুর এলাকায় তিনু মণ্ডল নামে এক যুবককে ধরতে যায়। অভিযোগ, তিনু নেশা করে এলাকাবাসীকে গালাগাল দেয়, মারধরও করে সে। নির্দিষ্ট অভিয়োহের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তিমু মণ্ডলকে ধরপাকড়ে যায়। প্রথমে তাকে ধরে গাড়িতে তোলে পুলিশ। কিন্তু, গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালায় তিনু। দৌড়ে পৌঁছে যায় পুকুর পারে। পুলিশও দাওয়া করে সেখানে পৌঁছায়। এরপরই পুলিশকে উদ্দেশ্য করে তিনুকে বলতে শোনা যায়, "আমি ধরা দেব না। কাছে আসবেন না স্যার। জলে ঝাঁপ দিয়ে মরে যাব। গুলি করুন, কিন্তু ধরা দেব না।" 

    কেন সে পুলিশকে ধরা দেবে না? অভিযুক্ত তিনু মণ্ডলের ব্যাখ্যা, "দশজন মিলে ধরে নিয়ে নিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা ভাল না। তাই পুলিশে ধরা দিতে চাই না।"

    স্থানীয় বাসিন্দা শ্যালম চক্রবর্তী জানান, এর আগে বাবাকে মারার অভিযোগে জেলও খেটেছে তিনু। কিছুদিন আগে ছাড়া পেয়েছে। তার নার্ভের রোগ আছে। এদিন বিকেলে পুলিশ তাকে ধরতে আসে। প্রথমে ধরে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালায়। পুলিশ তাড়া করলে পুকুর পারে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়ার নাটক করছে। 

    দুপুর গড়িয়ে বিকেল, তারপর প্রায় সন্ধ্যা। পুলিশ তিনুকে বুঝিয়েও ধরতে পারেনি। শেষে অনেকক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দেয় পুলিশ। খালি হাতেই ফিরতে হয় পুলিশকে।   

     
  • Link to this news (আজকাল)