• বছরের শুরুতেই চাপ বাড়ছে যাত্রীদের, বাড়ছে দিনের শেষ মেট্রোর ভাড়া
    আজকাল | ০১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শেষ বিশেষ মেট্রোর টিকিটের ভাড়া বাড়ছে। নতুন বছরের শুরুর দিন থেকেই কার্যকর হবে টিকিটের বর্ধিত ভাড়া। সোম থেকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ বিশেষ মেট্রো ছাড়ে। ওই মেট্রোর টিকিটের ভাড়ার সঙ্গে বাড়তি বাড়তি ১০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  

    রাতের যাত্রীদের কথা বিবেচনা করে দমদম এবং কবি সুভাষের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দুই প্রান্ত থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়ে। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক অমেকটাই কম হয়। ফলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। নভেম্বর মাসের শেষে এই ঘোষণা করা হলেও তা স্থগিত হয়েছিল। তবে তখনই জানানো হয়েছিল, কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। পরে এই সিদ্ধান্ত কার্যকরের কথাও জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

    মঙ্গলবার মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতের বিশেষ মেট্রোয় যাত্রী সংখ্যা কম। সেকথা মাথায় রেখেই মূলত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। অর্থাৎ, দমদম থেকে শোভাবাজার পর্যন্ত মেট্রো ভাড় ১০ টাকা। এবার দিনের শেষ বিশেষ মেট্রোয় চড়লে যাত্রীদের দিতে হবে ২০ টাকা। ১৫, ২০ এবং ২৫ টাকা ভাড়া ক্ষেত্রেও একইভাবে ভাড়া বাড়বে।

    ভাড়া বৃদ্ধির জেরে নিঃসন্দেহে যাত্রীদের উপর বোঝা বাড়ল। তবে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, এই সিদ্ধান্ত পরে পর্যালোচনা করা হবে। 

     

     

     
  • Link to this news (আজকাল)