• দমদম-কবি সুভাষ রুটে বাড়ছে শেষ মেট্রোর ভাড়া, কত টাকা?
    আজ তক | ০১ জানুয়ারি ২০২৫
  • বাড়ছে দমদম-কবি সুভাষ রুটের মেট্রো ভাড়া। ১০.৪০ মিনিটের শেষ মেট্রোতে বাড়ছে ভাড়া। মূলত লোকসানের কারণেই এই সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। শেষ মেট্রোতে চড়তে হলে এবার থেকে ১০ টাকা অতিরিক্ত অর্থ দিতে হবে। ফলত, নতুন বছরের শুরুতেই মেট্রোযাত্রীদের জন্য খারাপ খবর। কবে থেকে নতুন দাম ধার্য হবে?
    এতদিন বাকি মেট্রোগুলির মতো ভাড়া ছিল। শুরুর পর থেকেই লোকসানের মুখ দেখছে শেষ মেট্রো। অবশেষে সেই ক্ষতিপূরণ করতেই ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হল। এখনও পর্যন্ত দমদম থেকে শোভাবাজার ১০ টাকা ভাড়া লাগত। এবার থেকে এইটুকু যেতে ২০ টাকা ভাড়া দিতে হবে। ১৫, ২০ এবং ২৫ টাকা যেখানে যেমন ভাড়া আছে সেক্ষেত্রেও বাড়বে। আগামিকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকেই শেষ মেট্রোর ভাড়া বাড়ানো হচ্ছে।
    তবে অন্য কোনও মেট্রোর ভাড়া বাড়ছে না। রাতের ১০ টা বেজে ৪০ মিনিটের মেট্রো বাদ দিয়ে যে রুটের যেমন ভাড়া ছিল তা অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে যাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। 
    রাত ১০ টার পর মেট্রো চালানোর দাবি অনেক দিনের। যাত্রীদের সেই দাবিকে মান্যতা দিয়ে গত জুন মাস থেকে ব্লু লাইনে ১০ টা ৪০ এর মেট্রো চালু করা হয়। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল, সেই মেট্রোতে ভিড় ভালো হবে। বহুল সংখ্যক যাত্রী যাওয়া আসা করবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, যাত্রী সংখ্যা হাতে গোনা। প্রসঙ্গত, শনি ও রবিবার বাদ দিয়ে সপ্তাহের ৫ দিন এই ১০ টা ৪০ এর মেট্রো পরিষেবা মেলে। তবে এই সময় যাত্রীদের জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকে না।    
  • Link to this news (আজ তক)