• বাংলাদেশ ইস্যুতে মমতার সাক্ষাৎ চান চিন্ময় কৃষ্ণর আইনজীবী, জানালেন কুণাল
    আজ তক | ০১ জানুয়ারি ২০২৫
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জেলবন্দি অবস্থার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষ। মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কুণাল ঘোষ জানান, রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণের জামিনের জন্য গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
    রবীন্দ্র ঘোষের ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি চলমান নির্যাতনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করবেন এবং এই পরিস্থিতিতে তার সহযোগিতার জন্য সাহায্য চান। কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্য বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং হিন্দুদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা রবীন্দ্র ঘোষের ভালো লেগেছে। তবে কুণাল ঘোষও স্পষ্ট করেন যে, পশ্চিমবঙ্গ সরকার সরাসরি এই বিষয়ে কোনও পদক্ষেপ নিতে পারবে না। তিনি বলেন, "বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র সরকারের বিষয়। রাজ্য সরকার এর সমর্থনে থাকলেও, তা সমাধানের জন্য কেন্দ্রকেই পদক্ষেপ নিতে হবে।"
    বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টি কেন্দ্রের কাছে উত্থাপন করেছেন। সম্প্রতি, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতির মোকাবিলায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আবেদন জানিয়েছেন। তার মতে, "এই মুহূর্তে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ একান্ত জরুরি।"
    এছাড়াও, তৃণমূল কংগ্রেস চিন্ময় কৃষ্ণের জামিনের পক্ষেও সরব হয়েছে এবং জামিনের শুনানির বারবার পিছিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে। কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতারা বারবার কেন্দ্র সরকারের কাছে এই বিষয়টি সুরাহা করতে অনুরোধ করেছেন।
    এদিকে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অভিযোগ উঠেছে যে, সঠিক চিকিৎসা না পাওয়ায় তার অবস্থা খারাপ হচ্ছে। এর প্রতিবাদে সেখানকার হিন্দুরা বিক্ষোভ দেখিয়েছেন। চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের বক্তব্য অনুযায়ী, তার মক্কেল চিকিৎসার জন্য কলকাতায় আসতে চাইছেন, যাতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।
    কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে রবীন্দ্র ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ব্যক্ত করেছেন, যাতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলা নির্যাতনের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। কুণাল ঘোষ এ বিষয়ে সহমত প্রকাশ করেন এবং বলেন, "আমরা প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবেশী রাজ্য, তাই আমাদের উপর এর প্রভাব বেশি পড়ে। তবে, এ বিষয়ে যা কিছু করতে হবে, তা কেন্দ্রকেই করতে হবে।"
  • Link to this news (আজ তক)