জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: শিক্ষামূলক ভ্রমণে এ রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে ছাত্রী। চুল-সহ উঠে গেল মাথায় চামড়া! গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি সে। শিলিগুড়ির ঘটনা।
জানা গিয়েছে, মা পেশায় শিক্ষিকা। বিহারে অরারিয়ায় জেলার বেসরকারি স্কুলে পড়ান তিনি, সেই স্কুলের পড়ুয়াদের সঙ্গে শিলিগুড়িতে এসেছিল বছর সতেরোর ওই কিশোরীও। মাটিগাড়ার দাগাপুরের সেভেন কিংডম পার্কে তখন অ্য়াডভেঞ্চাকে মেতে উঠেছে পড়ুয়ারা। গো-কার্টিং করছিল ওই কিশোরী। তখন ঘটে যায় দুর্ঘটনা। কবে? গতকাল, সোমবার।
কীভাবে দুর্ঘটনা? পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ওই কিশোরীর মা ও পরিবারের লোকেরা। তাঁদের দাবি, দুর্ঘটনার ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেনি পার্ক কর্তৃপক্ষ। তাঁরাই মেয়েকে নিয়ে গিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ওই কিশোরীর দাদা অভিজিত্ সরণ বলেন, 'বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ছিল। আমার বোনও তাতে অংশ নেয়। এই বিনোদন পার্কে গো কার্টিং করার সময় মাথার চুল পেঁচে গিয়েছিল। সেই সময়ই মাঝখান থেকে পুরো চামড়া সমেত চুল উঠে আসে। কোন প্রকারে তার চুল কেটে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। নূন্যতম তাদের কোনও ব্য়বস্থা নেই৷ টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়'। জানান, 'আমরা আড়ারিয়া থেকে ফোনে যোগাযোগ করে মাটিগাড়ার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করি৷ রাতেই আমরা শিলিগুড়ি পৌঁছয়। অস্ত্রোপচার হয়। এখন এইচডিইউতে রাখা হয়েছে।"
অভিজিতের অভিযোগ, 'বিনোদন পার্কের কর্তারা বারবার এসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা স্বীকার করেছে যেখানে গো কার্টিং হয় সেখানে কোন সিসিটিভি নেই৷ গো কার্টিং করার জন্য যে নূন্যতম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেসব কিছুই নেই। হেলমেট পর্যন্ত দেওয়া হয়নি। এটা চরম গাফিলতি। চিকিৎসা সংক্রান্ত বিষয় মিটলেই আমরা এ বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব'।
শিলিগুড়ির ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর অবশ্য বলেন , 'পরিবারের পক্ষ থেকে ঘটনার কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়ের হলে অবশ্যই আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখব'।