অয়ন ঘোষাল: এসে গেল ৩১ ডিসেম্বরের সন্ধের আবহাওয়া আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন কেমন শীত পড়বে নতুন ইংরেজি বছরে।
পুরুলিয়ায় আজ, মঙ্গলবার তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হওয়ায় তাপমাত্রা নামছে ধীরে ধীরে। পুরুলিয়াতে তাপমাত্রা ১০ এর কাছাকাছি। কলকাতাতেও তাপমাত্রা নেমে যাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
নতুন বছরের প্রথম দিন আগামীকাল শীতের আমেজ আরও একটু বাড়বে। তাপমাত্রা আরও কিছুটা কমবে। শুক্র ও শনিবার পর্যন্ত সেই তাপমাত্রাই বজায় থাকবে।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকবে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও তা ৫০ মিটারেও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে আগামী দু-তিন দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায় কুয়াশা সম্ভাবনা বেশি।
পরপর পশ্চিমি ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে শীতের পরিস্থিতি হবে না নতুন বছরের প্রথম সপ্তাহে। উল্টে সপ্তাহের শেষে তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে।