• দেখে নিন ২০২৫-এর লম্বা ছুটির তালিকা, কবে পড়ছে পুজোর ছুটি?
    প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সাল বিদায় নিল। সামনে নতুন বছর ২০২৫। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব। চারদিকেই এখন উৎসবের মেজাজ। বাংলাতেও বর্ষবরণের আনন্দ দেখা যাচ্ছে সাধারণ মানুষদের মধ্যে। কিন্তু তার মধ্যেই উঁকি দিচ্ছে একটা প্রশ্ন। নতুন বছরে কত দিন ছুটি থাকছে? এই বছর দুর্গাপুজোর ছুটি কোন দিন থেকে শুরু হচ্ছে? কেন্দ্রীয় সরকারের আলাদা কিছু ছুটির দিন ধার্য থাকে। আবার রাজ্যের তরফে নবান্নের থেকেও বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এখন কেবল ক্যালেন্ডার দেখে দাগিয়ে রাখার পালা।
    পশ্চিমবঙ্গ সরকার ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারি ছুটিও তালিকায় আছে। নবান্ন থেকে এবার পুজোয় ২১ দিন ছুটি থাকছে। এনআই অ্যাক্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ছুটির তালিকা প্রকাশ করেছে। এবার পশ্চিমবঙ্গের জন্য ২৫টি ছুটি নির্ধারিত হয়েছে।
    কেন্দ্রের ছুটির তালিকা
    ইংরাজি নববর্ষ, ১ জানুয়ারি, বুধবার
    স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী, ১২ জানুয়ারি, রবিবার
    নেতাজি জয়ন্তী, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি
    সাধারণতন্ত্র দিবস, ২৬ জানুয়ারি, রবিবার
    সরস্বতী পুজো, ২ ফেব্রুয়ারি, রবিবার
    দোলযাত্রা: ১৪ মার্চ, শুক্রবার
    ইদ-উল-ফিতর, ৩১ মার্চ, সোমবার
    রামনবমী, ৬ এপ্রিল, রবিবার
    মহাবীর জয়ন্তী, ১০ এপ্রিল, বৃহস্পতিবার
    বিআর অম্বেডকরের জন্মদিন, ১৪ এপ্রিল, সোমবার
    বাংলা নববর্ষ, ১৫ এপ্রিল, মঙ্গলবার
    গুড ফ্রাইডে, ১৮ এপ্রিল, শুক্রবার
    মে ডে, ১ মে, বৃহস্পতিবার
    রবীন্দ্রজয়ন্তী, ৯ মে, শুক্রবার
    বুদ্ধপূর্ণিমা, ১২ মে, সোমবার
    ইদুজ্জোহা, ৭ জুন, শনিবার
    মহরম, ৬ জুলাই, রবিবার
    জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস, ১৫ অগস্ট, শুক্রবার
    মহালয়া, ২১ সেপ্টেম্বর, রবিবার
    দুর্গাপুজোর ছুটি, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর
    গান্ধীজয়ন্তী, ২ অক্টোবর, বৃহস্পতিবার
    লক্ষ্মীপুজো, ৬ অক্টোবর, সোমবার
    কালীপুজো, ২০ অক্টোবর, সোমবার
    ভাইফোঁটা, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার
    ছটপুজো, ২৭ অক্টোবর, সোমবার
    নানক জয়ন্তী, ৫ নভেম্বর, বুধবার
    বড়দিন, ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার
    এছাড়াও রাজ্য সরকারের ছুটির তালিকা
    সরস্বতী পুজোর পর দিন, ৩ ফেব্রুয়ারি, সোমবার
    শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী, ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার
    শিবরাত্রি, ২৬ ফেব্রুয়ারি, বুধবার
    দোলযাত্রার পরদিন, ১৫ মার্চ, শনিবার
    হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী, ২৭ মার্চ, বৃহস্পতিবার
    ইদ-উল-ফিতরের পরদিন, ১ এপ্রিল, মঙ্গলবার
    ইদুজ্জোহার আগের দিন, ৬ জুন, শুক্রবার
    রথযাত্রা, ২৭ জুন, শুক্রবার
    রাখিবন্ধন, ৯ অগস্ট, শনিবার
    ফতেহা-দোয়াজ়-দাহাম, ৫ সেপ্টেম্বর, শুক্রবার
    দুর্গাপুজোর চতুর্থী, ২৬ সেপ্টেম্বর, শুক্রবার
    দুর্গাপুজোর পঞ্চমী, ২৭ সেপ্টেম্বর, শনিবার
    দুর্গাপুজোর একাদশী, ৩ অক্টোবর, শুক্রবার
    দুর্গাপুজোর দ্বাদশী, ৪ অক্টোবর, শনিবার
    লক্ষ্মীপুজোর পরের দিন, ৭ অক্টোবর, মঙ্গলবার
    কালীপুজো (অতিরিক্ত ছুটি), ২১ ও ২২ অক্টোবর, মঙ্গল ও বুধবার
    ভাইফোঁটা পরের দিন, ২৪ অক্টোবর, শুক্রবার
    ছটপুজোর পরের দিন, ২৮ অক্টোবর, মঙ্গলবার,
    বিরসা মুন্ডার জন্মবার্ষিকী, ১৫ নভেম্বর, শনিবার
    ৬ জানুয়ারি শিখ সম্প্রদায়ের পরবের জন্য ছুটি থাকছে। গুরু রবিদাসের ভক্তদের জন্য ১২ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হচ্ছে। ১৯ এপ্রিল ইস্টার স্যাটারডের জন্য ছুটি থাকছে। হুল দিবসের জন্য ৩০ জুন ছুটি। ব্যাঙ্ককর্মীদের জন্য ১ এপ্রিল ছুটি থাকছে।
    তাহলে আর অপেক্ষা কেন? দিনক্ষণ ঠিক করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন তাহলে।
  • Link to this news (প্রতিদিন)