অসুস্থ চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষ, ভর্তি এসএসকেএমে
প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর আইনজীবীর রবীন্দ্র ঘোষ এসএসকেএমে ভর্তি হলেন। হৃদরোগ রয়েছে তাঁর। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা হওয়ায় কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে। এদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানিতে রবীন্দ্র ঘোষের উপস্থিত থাকা সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠল। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণেই ভারতে এসেছিলেন চিন্ময় প্রভুর আইনজীবী অষ্টআশি বছরের রবীন্দ্র ঘোষ। উঠে ছিলেন ব্যারাকপুরে ছেলের বাড়িতে। চিন্ময়কৃষ্ণর হয়ে সওয়াল করতে গিয়ে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বর্ষীয়ান আইনজীবী ভারতে এসে অভিযোগ করেন, চট্টগ্রাম এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো ! রীতিমতো আঘাত পেতে হয় তাঁকে। তাই চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন। ফিরে গিয়ে ফের সওয়াল করবেন সন্ন্যাসীর হয়ে। যদিও অসুস্থতাজনিত কারণে এসএসকেএম ভর্তি হওয়ায়, মেডিক্যাল ভিসায় ভারতে থেকে যাওয়ায় নতুন বছরে ২ জানুয়ারি রবীন্দ্র ঘোষের চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানিতে উপস্থিত থাকা নিয়ে ঘোর সংশয় তৈরি হল। তবে বাংলাদেশে পৌঁছলেই মামলা লড়তে পারতেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে ইসকনের সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার ‘অপরাধে’ একাধিক খুনের হুমকি পেয়েছেন তিনি। একটি মহলের দাবি, রবীন্দ্র ঘোষ বাংলাদেশে পৌঁছালেই তাঁকে গ্রেপ্তার করবে অন্তর্বর্তী সরকারের পুলিশ। যাতে করে ইসকন সন্ন্যাসীকে আরও বেশি দিন জেলবন্দি রাখা যায়। মঙ্গলবারই সকালেই চিন্ময় কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন দুপুরে বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বর্ষীয়ান আইনজীবী। কুণাল ঘোষের কাছে তিনি সেই ইচ্ছে প্রকাশ করেছেন। কুণাল বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে যা যা মন্তব্য করেছেন, তা রবীন্দ্রবাবুর ভালো লেগেছে। সেই জন্যই উনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বলেছেন।” কিন্তু সমাধানের জন্য এ রাজ্যের পক্ষে কিছু করা সম্ভব নয়। সে বিষয়ে কেন্দ্র সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। রবীন্দ্রবাবুকে বারবার বোঝান কুণাল ঘোষ।