সংবাদদাতা, লালবাগ: একমাসব্যাপী পৌষমেলার তৃতীয় মঙ্গলবার নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামল। মুর্শিদাবাদের পাশাপাশি জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার ভক্ত পুজো ও অঞ্জলি দিতে এদিন ভোর থেকে মন্দিরের সামনে জমায়েত করেন। মন্দির প্রাঙ্গণ থেকে মেলার মাঠ পেরিয়ে রাস্তা থেকে প্রায় ২০০মিটার দূর পর্যন্ত ভক্তদের লাইন দেখা গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভক্তরা পুজো দেন।
এদিন কিরীটেশ্বরী দেবীকে রাজরাজেশ্বরীরূপে পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি মেলাতেও সকাল থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিকেল থেকে ভিড়ের জেরে মেলায় পা রাখা মুশকিল হয়ে পড়ে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন পাঁচ হাজারের বেশি ভক্ত পুজো দিয়েছেন।
নবগ্রামের সতীপীঠ কিরীটেশ্বরীর পৌষমেলা কয়েক শতাব্দী প্রাচীন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার ভক্ত এই মন্দিরে পুজো দেন। দুপুরে শাক, ভাজা, পাঁচতরকারি, ডাল, মাছ, চাটনি ও পায়েস দিয়ে ভোগ নিবেদন করা হয়। ভোগপর্ব শেষে মানতের বলি হয়। এরপরই মন্দিরের মূল দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবীর বিগ্রহের অঙ্গরাগ হয়। বিগ্রহ বেনারসী ও সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হয়। এরপর ভক্তরা রাজরাজেশ্বরীরূপে দেবীর দর্শন পান। ভক্তসমাগম বেশি হওয়ায় পুজো সম্পন্ন হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়।
মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ভট্টাচার্য বলেন, এদিন ভক্তদের ভিড়ে আমাদের দম ফেলার ফুরসত ছিল না। সকাল থেকেই মেলার বিভিন্ন দোকানেও ভিড় দেখা যায়। বিশেষ করে মিষ্টি, তেলেভাজা ও বিন্নি ধানের খইয়ের দোকানের সামনে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি ছিল।
মিষ্টি ব্যবসায়ী রাজেন হাজরা বলেন, প্রথম দুই মঙ্গলবারের তুলনায় এদিন ভালো বেচাকেনা হয়েছে। দুপুরের পর থেকে টানা ক্রেতা এসেছেন। মন্দির কমিটির সম্পাদক সৌমিত্র দাস বলেন, মেলায় প্রায় ২০হাজারের বেশি মানুষের সমাগম হয়। মেলায় অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিস মোতায়েন ছিল। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, এদিন ভক্তরা সুষ্ঠুভাবে পুজো দিয়েছেন। নিজস্ব চিত্র