• বর্ধমান হাসপাতাল চত্বরে যত্রতত্র নোংরা আবর্জনা
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হাসপাতাল চত্বরের যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা। এতে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা। গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো বড় হাসপাতালের এই ঘটনায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের কোথাও এঁটো খাবার, তো কোথাও আবর্জনা ছড়িয়ে পড়ে রয়েছে।  অস্বাস্থ্যকর পরিবেশে মশা, মাছির উপদ্রব বাড়ছে। বিশ্রী গন্ধে বেশকিছু এলাকায় দাঁড়িয়ে থাকা যায় না। নিকাশিনালাগুলিও খুব একটা পরিষ্কার নয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাফ-সাফাইয়ের কাজে নজর দেওয়া উচিত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিয়মিত হাসপাতালে সাফাই কাজ হয়। দু’-একটি জায়গায় নোংরা অবর্জনা জমে থাকলেও দ্রুত তা পরিষ্কার করে ফেলা হবে। 

    রবিবার হাসপাতালে গিয়ে নজরেও এল ভিন্ন চিত্র। জরুরি বিভাগের উল্টোদিকের বহুতলের সামনের দিকটা ছিল যথেষ্ট পরিষ্কার। কিন্তু, সেই বহুতলের পিছনের দিকে আবর্জনা ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। ওপিডি ও গাইনোলজি বিভাগের বহুতলের বিভিন্ন অংশেও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। কোথাও এঁটো খাবার পড়ে রয়েছে। আবার কোথাও খাবারের প্যাকেট, প্লাস্টিক, জলের বোতল, কাগজের প্লেট, প্লাস্টিকের গ্লাস সহ নানা বর্জ্য পড়ে রয়েছে। হাসপাতালের এক কর্মী বলেন, শুধু হাসপাতাল কর্তৃপক্ষকে দোষ দিলে হবে না। হাসপাতাল চত্বর নোংরা থাকার জন্য রোগীর আত্মীয়রাও যথেষ্ট দায়ী। তাঁরা খাবার খাওয়ার পর বিভিন্ন জায়গায় তা ফেলে দিচ্ছে। ডাস্টবিনে ফেললে এমনটা হয় না।

    মেয়ের চিকিত্সার কারণে চারদিন ধরে হাসপাতাল চত্বরেই থাকছেন মহাদেব পাল। তিনি বলেন, হাসপাতাল চত্বর খুব একটা পরিষ্কার নয়। আউটডোর ও গাইনোলজি বিভাগের বহুতলের বিভিন্ন অংশে নোংরা পড়ে থাকছে। বহু মানুষও যেখানে সেখানে পান-গুটখার পিক সহ থুথু ফেলছেন। ফলে নিয়মিত সাফাই হলেও নোংরা পরিবেশ থেকে মুক্তি মিলছে না। 

    আরএক রোগীর আত্মীয় পাখি বেগম বলেন, দিন কয়েক ধরে এখানে রয়েছি। বেশকিছু জায়গা খুবই পরিষ্কার দেখেছি। তবে কোথাও কোথাও আবার আবর্জনা ছড়িয়ে থাকছে। বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখলে খুব ভালো হয়। সুভাষ দাসের কথায়, হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে। তবে পরিকাঠামো আরও একটু উন্নত করা প্রয়োজন। হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, হাসপাতালে নিয়মিত সাফাই কাজ হয়। কোথাও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)