• ৪০টি মোবাইল ফেরাল পুলিস
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: নতুন বছরের উপহার হিসেবে চুরি বা হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিস। মাটিগাড়া থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইলগুলি উদ্ধার করে পুলিস। মঙ্গলবার সেই সমস্ত মোবাইলের মালিকদের থানায় ডেকে তাঁদের হাতে তা তুলে দেন মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য। মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরা। মাটিগাড়া থানার আইসি বলেন, এদিন ৪০টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও নতুন বছরে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)