সংবাদদাতা, শীতলকুচি: কাফ সিরাপ সহ শীতলকুচি থানার পুলিসের হাতে গ্রেপ্তার হল এক যুবক। সোমবার গভীর রাতে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েত এলাকায় ওই যুবককে আটক করে পুলিস। তার কাছ থেকে ৪৬০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রফিকুল মিয়াঁ (৩১)। তার বাড়ি গোলেনাওহাটিতে। কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।