সংবাদদাতা, মেখলিগঞ্জ: এতদিন বেহাল রাস্তার কারণে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজারে কোনও যাত্রীবাহী বাস প্রবেশ করতে না। ফলে সমস্যায় পড়ে গিয়েছিলেন ওই রুটে যাতায়াতকারী যাত্রীরা। অবশেষে সেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আজ, বুধবার থেকে বাজারে বাস প্রবেশ করবে। এই উপলক্ষ্যে মঙ্গলবার চ্যাংরাবান্ধা বাজারের বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাস্তা দিয়ে চলাচলের সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলি, বাস মালিক সমিতির সম্পাদক উত্তম চক্রবর্তী, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা প্রমুখ। বিধায়ক বলেন, আমুল সংস্কারের ফলে রাস্তাটি বেশ ভালো হয়েছে। বুধবার থেকেই বাজারে যাত্রীবাহী বাস প্রবেশ করানো হবে।