সংবাদদাতা, তুফানগঞ্জ: লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বেসরকারি স্কুল শিক্ষকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার শালডাঙা এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রলয় সাহা (৩৫)। তাঁর বাড়ি ফলিমারিতে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠানো হয়েছে।