সংবাদদাতা, কুমারগ্রাম: মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের কুলকুলিহাট সংস্কারের বিষয়ে ব্লক প্রশাসনের তরফে একটি জরুরি সভা ডাকা হয়েছিল। সভায় রাজ্যসভার সাংসদ ও অন্যান্যদের ডাকা হলেও, কুমারগ্রামের বিধায়ককে ডাকা হয়নি বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে সরব হন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপির কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস। তিনি বলেন, কুলকুলিহাট সংস্কারের বিষয়ে ব্লক প্রশাসনের তরফে জরুরি সভা
ডাকা হয়। রাজ্যসভার সাংসদকে ডাকা হলেও কুমারগ্রামের বিধায়ককে ডাকা হয়নি। তাই আমরা ওই সভা বয়কট করেছি। কুমারগ্রাম ব্লক প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে অবশ্য কেউ কোনও মন্তব্য করতে চাননি।