• কোচবিহার আর্কাইভের ক্যুইজ প্রতিযোগিতা
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: হেরিটেজ নিয়ে কোচবিহার আর্কাইভের ক্যুইজ প্রতিযোগিতা এবার ১১ বছরে পড়ল। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারে এই ক্যুইজ প্রতিযোগিতা হয়। ক্যুইজে অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য প্রবেশ ছিল অবাধ। প্রশ্নোত্তর প্রতিযোগিতার বিষয় ছিল বিশ্ব ঐতিহ্য, জাতীয় ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ও প্রতিযোগিতার কেন্দ্রস্বরূপ কোচবিহারের ঐতিহ্যের ওপর বিশেষ প্রশ্ন। ক্যুইজে মোট দু’টি একক ও দলগত প্রতিযোগিতার আয়োজন ছিল। দলগত বিভাগে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এই বিভাগে যৌথভাবে সোহম চৌধুরী ও উৎসব তালুকদার প্রথম, উৎসাহ তালুকদার ও দেবার্পণ সেনগুপ্ত দ্বিতীয় এবং রীতিপ্রিয়া পাল ও অভিশ্রুতি সরকার তৃতীয় স্থান অধিকার করেছেন। 

    একক বা সেরা প্রতিযোগী বিভাগে মোট ২৫ জন অংশগ্রহণ করেছিলেন। এই বিভাগে বিজয়ী হয়েছেন শুভময় সরকার। ক্যুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন সম্যক দাস, রাজশ্রী রায় ও সান্নিধ্য দত্তচৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন দেবস্মিতা ঘোষ।
  • Link to this news (বর্তমান)