তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে আবার বিতর্ক, সরব কাউন্সিলার
বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূলে যোগদান কর্মসূচি নিয়ে ফের বিতর্ক। দলের কর্মীদেরই নতুন করে যোগদান করানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নীলম চক্রবর্তী শর্মা। অভিযোগের তির তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের এক পদাধিকারীর বিরুদ্ধে। এর আগেও তাঁর বিরুদ্ধে দলীয় নেতৃত্বকে না জানিয়ে শহরে যোগদান কর্মসূচির অভিযোগ উঠেছে। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শহর তৃণমূল নেতৃত্ব। এবার একই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় দলের ওই নেতার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন জলপাইগুড়ির এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। তিনি বলেন, ওই নেতা ভুয়ো যোগদান করিয়ে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি আমার ওয়ার্ডের প্রত্যেককে চিনি। যাঁরা আমাদের দলেই আছেন, আমাদের দলের মিটিং, মিছিলে যান, যোগদান কর্মসূচির নামে তাঁদেরকেই তৃণমূলের ঝান্ডা ধরানো হচ্ছে।
যোগদান কর্মসূচি নিয়ে কাউন্সিলার নীলম চক্রবর্তী শর্মার তোপ, তৃণমূল কর্মীদের হাতেই দলের ঝান্ডা ধরিয়ে কী প্রমাণ করতে চাইছেন ওই নেতা? দলে পদ নাকি আগামী দিনে ভোটের টিকিটের জন্য, কেন এসব করছেন? বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন কাউন্সিলার।