• কালিয়াগঞ্জে নির্যাতিতার মাকে চাকরি দিল রাজ্য সরকার
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বছর দেড়েক আগে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে আলোড়ন তৈরি হয়। সেই নির্যাতিতার মা সাবিত্রী সরকার বর্মণকে চাকরি দিল রাজ্য সরকার। তিনি এদিন বলেছেন, আমাদের সঙ্গে শুধু রাজনীতি করে গিয়েছে বিজেপি। পরে কোনও যোগাযোগ রাখেনি তারা। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। সে কারণে তাঁকে ধন্যবাদ। মঙ্গলবার রায়গঞ্জ বিডিও অফিসে ডেকে নিয়োগপত্র তুলে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি কালিয়াগঞ্জ বিএলএলআরও দপ্তরে কাজে যোগ দেবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর মন্তব্য, একটা অবাঞ্ছিত ঘটনার পর রাজ্যের বিরোধী দলগুলি ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা করেছিল। কিন্তু রাজনৈতিক ফায়দা নেওয়ার পর আর কেউই নির্যাতিতার পরিবারের পাশে ছিল না। মানবিক রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের পাশে বরাবর ছিল।

    ২০২৩ সালের ২৫ এপ্রিল রাজবংশী আদিবাসী সংগঠনের কালিয়াগঞ্জ থানা অভিযানে অগ্নিসংযোগ ও পুলিসকে মারধরের ঘটনা ঘটে। যা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় রাজনৈতিক মহলে। পরে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের দাবিতে সরব হলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই মামলায় সিট গঠনের নির্দেশ দেন। সিবিআই তদন্তের দাবিতে ওই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)