নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর চিড়িয়াখানা থেকে ওড়িশা নিয়ে যাওয়া হল বাঘিনি জিনাতকে। মঙ্গলবার বছরের শেষদিন বিশেষ একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। পুলিস গ্রিন করিডরের ব্যবস্থা করেছিল। রাজ্যের বনদপ্তর জানিয়েছে, বাঘিনিটি সম্পূর্ণ সুস্থ। শারীরিক পরীক্ষার সমস্ত রিপোর্ট ঠিকঠাক দেখে ওড়িশার বনদপ্তরকে হস্তান্তর করা হয়েছে। জিনাতের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বনদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘ওড়িশা প্রশাসনের সঙ্গে সমস্ত সরকারি কাজকর্ম শেষ হয়েছে। তারপরই জিনাতকে ওই রাজ্যে পাঠানোর ব্যবস্থা হয়। বাঘিনিটিকে ধরার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে রাজ্যের। তা ওড়িশার কাছ থেকে আমরা নিচ্ছি না। বাঘিনি ভালো থাকুক এটাই কাম্য।’