• রাজ্যে শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরের কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরের সচিবালয় পর্যায়ের অফিসগুলিতে কর্মী সংক্রান্ত তথ্য চাওয়া হল। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই ব্যাপারে সব দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ), আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (ইউডিএ), হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও সেখানে কতজন কর্মী আছেন তার পরিসংখ্যান চাওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে দপ্তরগুলিকে এই সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে নির্দিষ্ট প্রোফর্মায়। সরকারি সূত্রের খবর, দপ্তরগুলির ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে মোট অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা জানতে চাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই দুটি পর্যায়ে দপ্তরগুলির মোট কর্মীর ৯৮ শতাংশ কাজ করেন। 

    বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরে কত পদ শূন্য রয়েছে, তার পরিসংখ্যান সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ২০২৫ সালে সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। সেই কার঩ণেই মূলত এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। সচিবালয় পর্যায়ে কর্মীদের পদোন্নতির জন্য কর্মী সংখ্যার হিসেব নিতে চাইছে নবান্ন। পদোন্নতির মাধ্যমে এলডিএ’র উপরের পদগুলি পূরণ করা হয়। নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ে পদোন্নতির সুযোগ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)