• রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরেও গৃহস্থের গ্যাসের দামে কোনও সুরাহা মিলল না। ৩১ ডিসেম্বর পেট্রলিয়াম মন্ত্রক ১৪.২ কেজি রান্নার গ্যাসের যে দাম ঘোষণা করেছে, তাতে জানুয়ারিতে কলকাতায় সিলিন্ডার পিছু দাম ৮২৯ টাকাই থাকবে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে দামে ১৬ টাকা ছাড় দেওয়া হয়েছে। ফলে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দর হবে ১ হাজার ৯১১ টাকা। তবে এই দামের এই সামান্য সুরাহায় মোটেই খুশি নন বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীরা। কারণ, গত কয়েক মাসে ধাপে ধাপে এই সিলিন্ডারের দাম ১৬২.৫ টাকা বাড়ায় কেন্দ্রীয় সরকার।
  • Link to this news (বর্তমান)