নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি খরিফ মরশুমের প্রথম দু’মাসে চাষিদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান কিনেছে রাজ্য সরকার। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গতবছর নভেম্বর-ডিসেম্বর মাসে সরকারি উদ্যোগে যে পরিমাণ ধান কেনা হয়েছিল এবার একই সময়ে কেনা হয়েছে তার দ্বিগুণেরও বেশি। এইসময়ে এত বেশি পরিমাণ ধান আগে কখনও কেনা হয়নি। জানাচ্ছে খাদ্যদপ্তর। ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ধান কেনা হয়েছে ২৬ লক্ষ ৬৯ হাজার টন। মোট ৮ লক্ষ ৩৯ হাজার কৃষকের কাছ থেকে এই ধান কেনা হয়েছে। বিপুল পরিমাণ ধান কেনার জন্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি। মরশুমের বাকি সময়েও ধান কেনার গতি যাতে বজায় থাকে তার জন্য বিশেষ সতর্কতা চায় সরকার। ২০২৪-২৫ খরিফ মরশুম শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ৬৬ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা আগেই নির্দিষ্ট করেছে রাজ্য সরকার। গত কয়েকবছর সরকারি উদ্যোগে মোটামুটি ৫৫ লক্ষ টন ধান কেনা হয়েছে। এবার প্রথম দু’মাসের লক্ষ্যমাত্রার ২৫ শতাংশের বেশি ধান কেনা হয়ে গিয়েছে। তাই এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা সম্ভব হতে পারে বলেই আশা করছেন খাদ্যদপ্তরের কর্তারা। নতুন ধান ওঠার পর ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত ধান কেনার গতি বেশি থাকে। তারপর বোরো ধান ওঠার পরও কিছু কেনা হয়।