• হাওড়া ও শিয়ালদহ লাইনে নতুন বছরেই যাত্রীবান্ধব ট্রেন পরিষেবা
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ আজ বুধবার থেকে নয়া টাইম টেবিল অনুযায়ী ছুটবে হাওড়া ও শিয়ালদহ লাইনের সমস্ত ট্রেন। একইসঙ্গে পরিবর্তিত সূচি অনুযায়ী শিয়ালদহ ডিভিশনে আরও একটি নয়া কৃষ্ণনগর-রানাঘাট লোকাল ট্রেন পেতে চলেছেন যাত্রীরা। পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (পিসিসিএম) উদয়শঙ্কর ঝা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি আরও বলেন, নববর্ষে ৪২টি গুরুত্বপূর্ণ মেল কিংবা এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়সীমা আগের চেয়ে কমবে। পাশাপাশি, গোটা যাত্রাপথে ৭২টি দূরপাল্লার ট্রেনের গতি আজ থেকে অনেকাংশে বাড়তে চলেছে। এজন্য ট্রেনগুলি আগের তুলনায় ৫ থেকে ৫৫ মিনিট আগেই গন্তব্যে পৌঁছবে বলে দাবি করেছেন পূর্ব রেলের ওই কর্তা। একইসঙ্গে হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনে একগুচ্ছ অনিয়মিত ট্রেন এবছর থেকে নতুন নম্বর পেতে চলেছে। এজন্য যাত্রীরা এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনগুলির পরিষেবা নিয়মিত পাবেন।  
  • Link to this news (বর্তমান)