নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘কাছে আসবেন না স্যার। গুলি খেয়ে মরব। তবুও ধরা দেব না।’ মঙ্গলবার, বছরের শেষদিনে এক মদ্যপ যুবককে ধরতে গিয়ে এমনটাই শুনল উত্তরপাড়া থানার পুলিস। পুলিসের হাত ছাড়িয়ে এক পুকুর পাড়ে পালিয়ে গিয়ে নাটকীয়ভাবে এই কথাগুলো বলে সে। এমনকী শেষমেষ খালি হাতেই ফিরেছে পুলিস। ঘটনাটি কোন্নগর জোড়াপুকুর এলাকার।
পুলিস ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা তিনু মণ্ডল প্রায়ই মদ খেয়ে অন্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এমনকী ওই অবস্থায় সে কাউকে কাউকে উত্ত্যক্তও করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে মারধর করতেও উদ্যত হয় সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি কোন্নগর ফাঁড়ির দ্বারস্থ হন কিছু লোক। তার ভিত্তিতে এদিন দুপুরে তিনুকে ধরতে যায় পুলিস। তাকে গাড়িতে তোলার সময় সে আচমকাই পালিয়ে গিয়ে আশ্রয় নেয় পুকুরের অন্য পাড়ে। কিন্তু তিনু ধরা দিতে চায় না কেন? পুলিসের কাছে তার দাবি, পুলিস আগেও তাকে ধরেছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার সে পুলিসের খপ্পর এড়াতে মরিয়া! -নিজস্ব চিত্র