• জনজোয়ার ডায়মণ্ডহারবার, মৌসুনিতে বর্ষশেষে জমজমাট বকখালি-কৈখালিও
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর, কাকদ্বীপ ও বজবজ: বর্ষশেষের দিন জমজমাট মৌসুনি থেকে শুরু করে ডায়মন্ডহারবার, কুলতলির কৈখালি পর্যটন কেন্দ্র। যদিও বারুইপুরের আদি গঙ্গার ধারে আরণ্যক বনভোজন কেন্দ্রে ভিড় জমেনি পিকনিক দলের। পূজালি, বজবজ ও মহেশতলার গঙ্গার ঘাটে ও বিভিন্ন পার্কে ছিল ঠাসা ভিড়।

    জানা গিয়েছে, মৌসুনি পর্যটনকেন্দ্রের প্রায় প্রতিটি কটেজই ছিল পর্যটকপূর্ণ। এ বিষয়ে মৌসুনি টুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অরুণ জানা বলেন, ‘প্রায় প্রতিটি কটেজ পর্যটক ভর্তি। আনন্দ উপভোগ করছেন সবাই। অন্যদিকে বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের সংখ্যা অন্যান্য বছরের থেকে অনেক কম ছিল। তবে বকখালির হোটেলে বর্ষবরণের উৎসব আয়োজন করা হয়েছিল। এছাড়াও এদিন রাতে গঙ্গা আরতিরও আয়োজন করা হয়। এগারো জন ব্রাহ্মণ অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। পাশাপাশি বকখালিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিসের সঙ্গে সিভিল ডিফেন্সের কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিন কুলতলির কৈখালিতে পর্যটকদের ভিড় ছিল। কৈখালি পর্যটন আবাস ভিড়ে ঠাসা। অনেকেই লঞ্চ বা বোটে করে সুন্দরবন ভ্রমণে বের হন। ঠান্ডার আমেজ গায়ে মেখে পিকনিক বসে মাতলা নদীর পাড়ে। 

    ডায়মন্ডহারবারের কেল্লাতে হুগলি নদীর ধারে আট থেকে আশি পিকনিকে মজে ছিল। অন্যদিকে বারুইপুর পুরসভা পরিচালিত আরণ্যক বনভোজন উদ্যানে পিকনিক করতে দেখা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরের দিন বুকিং আছে পিকনিকের।
  • Link to this news (বর্তমান)