• বর্ষবরণের রাতে বিএসএনএল ভবনে আগুন, এলাকায় আতঙ্ক
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ভবনে মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ১০টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দু’য়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিসের আধিকারিকরা। পুলিস সূত্রে খবর, এদিন রাতে বর্ষবরণের সময় আচমকাই বিএসএনএল ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউর সংযোগস্থলে এই অফিসটি অবস্থিত। এর পাশেই কলকাতায় দমকলের সদর দপ্তর। যার ফলে দ্রুত খবর পৌঁছে সেখানে। কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় দমকলের ৫টি ইঞ্জিন। কিন্তু, আগুনের উৎসস্থলে পৌঁছতে খানিকটা বাধা পেতে হয় দমকলকর্মীদের। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। এরপরেই দ্রুত আরও পাঁচটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এদিন শহরে একাধিক জায়গায় বর্ষশেষের পার্টি থাকার জেরে রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। তার জেরে আংশিকভাবে সেন্ট্রাল অ্যাভিনিউতে আংশিকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাস্থলে পৌঁছে যায় জোড়াবাগান ট্রাফিক গার্ড ও শিয়ালদহ ট্রাফিক গার্ডের পুলিস। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। 
  • Link to this news (বর্তমান)