এই সময়: হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন বন্দুক উঁচিয়ে তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ বছরের অন্ময় চন্দ জাজবাগান লেনের বাসিন্দা। রবিবার এলাকায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময়ে দু’দলের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, ঝামেলার মধ্যে অন্ময় একটি দেশি পিস্তল নিয়ে মাঠের মধ্যে হুমকি দিতে শুরু করেন।
গত রবিবার রাতে হরিদেবপুরের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে ওই ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। খেলা দেখতে এলাকায় ভিড়ও কম ছিল না। টানটান উত্তেজনার মধ্যে চলছিল একটি ম্যাচ। আচমকা একটি সিদ্ধান্তকে ঘিরে দু’দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে ঝামেলা, পরে হাতাহাতি শুরু হয়।
ভিড়ের মধ্যে অন্ময় হঠাৎ পিস্তল বের করে দৌড়াদৌড়ি করতে থাকেন। খেলোয়াড়দের দিকে তেড়ে যান বলেও অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ওই যুবক তেমন কিছু করেনি। তবে ঘটনার জেরে হরিদেবপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এর পরেই টুর্নামেন্টের আয়োজকরা থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পরে এলাকা থেকে চম্পট দেন অন্ময়। সোমবার সকালে তদন্তে নেমে তাঁকে হরিদেবপুরের জাজবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৫ (১বি) এবং আগ্নেয়াস্ত্র আইনে মামলাও রুজু করা হয়েছে। এর আগে কোনও অন্ময় অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক জেরায় অন্ময়ের দাবি, নিজের দলের খেলোয়াড়দের বিপক্ষের লোকেরা হাত তোলায় বন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন তিনি।