জমাটি ঠান্ডা দিয়ে শুরু হলো নতুন বছর। ২০২৫-এ পা রাখতে না রাখতেই পারদ পতন কলকাতায়। ১৭ থেকে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ৭২ ঘণ্টায় আরও জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বুধবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯২ শতাংশ।
বছরের শেষ দিকটায় শীত ফিকে হয়েছিল শহরে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গুমোট ভাব অনুভূত হচ্ছিল বেলায়। তবে নতুন বছরের শুরুতেই ছন্দে ফিরল শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জানুয়ারির শুরুতে কনকনে শীতের আমেজ থাকতে পারে কলকাতায়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দু’থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারা পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশায় মোড়া থাকবে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।