এই সময়, আলিপুরদুয়ার: বছরের শেষ দিনে বক্সা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য নতুন চমক নিয়ে এল রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত। এখন থেকে সন্তালাবাড়ি হয়ে বক্সা পাহাড়ে যাওয়ার পথে ডুকপা জনজাতিদের ট্র্যাডিশনাল পোশাক পরে নির্দিষ্ট সেলফি পয়েন্টে ছবি তোলার সুযোগ পাবেন পর্যটকরা। ওই সেলফি পয়েন্টের ব্যাকড্রপে থাকবে ‘আই লাভ বক্সা’র আইকন।
অবশ্য এই ছবি তোলার জন্য পর্যটকদের দিতে হবে ৫০ টাকা। এই টাকা জমা পড়বে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের ফান্ডে। মঙ্গলবার ওই সেলফি পয়েন্টের উদ্বোধন করেন রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম জঙ্গমো ডুকপা। ছবি তোলার জন্য টাকা নেওয়া প্রসঙ্গে ডুকপা বলেন, ‘এই পঞ্চায়েতের সিংহভাগ অংশের জমি বন দপ্তরের আওতায় থাকায় রাজস্ব আদায় হয় না। আমাদের নিজস্ব ফান্ড নেই বললেই চলে। তাই বিকল্প আয়ের পথ খুঁজতে গিয়ে আমরা ওই সেলফি পয়েন্ট খুলেছি।’
বক্সা পাহাড়ে ছড়িয়ে থাকা ১৩টি পাহাড়ি গ্রামের বাসিন্দাদের সহজে পরিষেবা পৌঁছে দিতে এ দিন থেকে সন্তালাবাড়িতে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের একটি ব্রাঞ্চ অফিস খোলা হয়। বক্সার পাহাড়ি গ্রামগুলো থেকে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিসের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অত দূরের পঞ্চায়েত অফিসে আসতে প্রচুর ভোগান্তি পোহাতে হতো বক্সা পাহাড়ের বাসিন্দাদের। এ বার সেই ভোগান্তি অনেকটাই লাঘব হবে।