ইংরেজি নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর বছরের প্রথম দিনই পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। এছাড়াও জানুয়ারি মাসেই আরও তিনটি সরকারি ছুটি আছে
ইংরেজি নতুন বছরে ১ জানুয়ারি, বুধবার ছুটি থাকছে। শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব উপলক্ষে ৬ জানুয়ারি ছুটি দেওয়া হয়েছে। এরপর স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ১২ জানুয়ারি ছুটি। অবশ্য সেদিন রবিবার। তাই সরকারি কর্মীদের সেই একদিনের ছুটি 'নষ্ট'। অর্থাৎ, 'বাড়তি' ছুটি হাতছাড়া। এরর নেতাজিজয়ন্তীর জন্যে ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি। আবার সাধারণতন্ত্র দিবসে ২৬ জানুয়ারির ছুটিও পড়েছে রবিবার। এরপর সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি, রবিবার। এর সঙ্গে অবশ্য ৩ ফেব্রুয়ারি বাড়তি ছুটি মিলবে। গুরু রবিদাসদের ভক্তদের জন্য তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ছুটি দিয়েছে রাজ্য সরকার। শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার ছুটি। এরপর ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রি উপলক্ষে ছুটি। সেদিন বুধবার।
এরপর দোলযাত্রার জব্যে ১৪ মার্চ শুক্রবার ছুটি। শনিবার, ১৫ মার্চও দোলের ছুটি। এই আবহে একটি লম্বা উইকেন্ড এখানে মিলবে। হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকীতে ২৭ মার্চ, বৃহস্পতিবার ছুটি। কেউ যদি শুক্রবার, ২৮ মার্চ ছুটি নেন, তাহলে লম্বা ছুটি মিলবে। কারণ ইদ-উল-ফিতরের জন্যে ৩১ মার্চ, সোমবার এবং ১ এপ্রিল, মঙ্গলবার ছুটি। তাই এখানে টানা ৬ দিনের লম্বা উইকেন্ড মিলতে পারে। রামনবমীর আবার পড়েছে ৬ এপ্রিল। সেদিন ছুটি। তবে সেদিনটা রবিবার। তাই আরও একটা ছুটি 'নষ্ট'। এরপর মহাবীর জয়ন্তীর ছুটি ১০ এপ্রিল, বৃহস্পতিবার। বিআর অম্বেডকরের জন্মদিন উপলক্ষে ১৪ এপ্রিল, সোমবার ছুটি। ফের একটি লম্বা উইকেন্ড। এই উইকেন্ড আরও লম্বা হবে, কারই ১৫ এপ্রিলও ছুটি বাংলা নববর্ষ উপলক্ষে। গুড ফ্রাইডের জন্যে আবার ১৮ এপ্রিল, শুক্রবার ছুটি। খ্রিস্টানদের জন্য ১৯ এপ্রিল ইস্টার স্যাটারডে ছুটি থাকছে। যার ফলে একটা লম্বা উইকেন্ড শেষ হতে না হতেই আরও একটা লম্বা উইকেন্ড শুরু হবে।
মে ডে উপলক্ষে ১ মে, বৃহস্পতিবার ছুটি। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ৯ মে, শুক্রবার ছুটি। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১২ মে, সোমবার ছুটি। এর অর্থ, টানা ৯ থেকে ১২ মে ছুটি মিলবে। তারপর ইদুজ্জোহার ছুটি ৬ জুন, শুক্রবার এবং ৭ জুন, শনিবার। এই আবহে এখানে লম্বা উইকেন্ড পাওয়া যাবে। রথযাত্রায় ২৭ জুন শুক্রবার ছুটি। ৩০ জুন হুল দিবসের ছুটি থাকবে। মহরমের জন্যে ৬ জুলাই রবিবার ছুটি। জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস এই বছর একই দিনে। ১৫ অগস্ট, শুক্রবার তাই ছুটি। এরই সঙ্গে মিলবে লম্বা এক উইকেন্ড।
এরপর সোজা পুজোর ছুটি। মহালয়া উপলক্ষে ২১ সেপ্টেম্বর, রবিবার ছুটি। সেদিনের ছুটি অবশ্য 'নষ্ট' হচ্ছে। তারপর দুর্গাপুজোর ছুটি শুরু হবে ২৬ সেপ্টেম্বর চতুর্থী থেকে। চলবে ৪ অক্টোবর দ্বাদশী পর্যন্ত। মাঝে আবার গান্ধীজয়ন্তী। লক্ষ্মীপুজোর জন্যে ৬ এবং ৭ অক্টোবর সোমবার এবং মঙ্গলবারও ছুটি। এই আবহে দুর্গাপুজোয় চতুর্থী থেকে টানা লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি।
এরপর কালীপুজোয় ২০, সোমবার থেকে ২২ অক্টোবর ছুটি। ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ২৩ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এখানে টানা লম্বা ছুটি। ছটপুজোয় ২৭ ও ২৮ অক্টোবর সোমবার এবং মঙ্গলবা ছুটি থাকবে। এখানেও একটা লম্বা উইকেন্ড পেতে চলেছেন সরকারি কর্মীরা। এরপর গুরু নানকজয়ন্তীর জন্যে ৫ নভেম্বর বুধবার ছুটি। বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ছুটি ১৫ নভেম্বর শনিবার। আর বছরের শেষ সরকারি ছুটি ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে। এছাড়া করমপুজো উপলক্ষেও রাজ্য সরকার ছুটি রেখেছে তালিকায়। কিন্তু এখনও সেই তারিখ ঘোষণা করা হয়নি।