মেড ইন বাংলাদেশ লেখা! কলকাতায় বাজেয়াপ্ত প্রচুর ‘জাল’ ওষুধ, গ্রেফতার মহিলা
হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
পাসপোর্ট-আধার কার্ডের পরে এবার জাল ওষুধের অভিযোগ।
প্রচুর 'জাল' ওষুধের সন্ধান মিলল কলকাতায়। অভিযোগ এমনটাই। ভবানীপুরে একটি সংস্থার অফিসে এই সন্দেহজনক জাল ওষুধের সন্ধান মিলেছে বলে খবর। এমনকী এর মধ্য়ে ক্য়ানসারের নিরাময়ের একাধিক ওষুধও রয়েছে বলে খবর। একের পর এক ওষুধ ভর্তি পেটি। অভিযান চালিয়ে এই বিপুল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই জাল ওষুধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থার কর্ণধার এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
তবে গোটা ঘটনায় অত্যন্ত উদ্বেগ ছড়িয়েছে। কাদের কাছে এই ধরনের ওষুধ গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে একাধিক ওষুধের প্যাকেটে লেখা মেড ইন বাংলাদেশ, এমনটাও অভিযোগ উঠেছে।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়েছে এই ওষুধ। একেবারে কলকাতার বুকে চলছিল এই জাল ওষুধের কারবার। যে সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্য়ে একটা বড় অংশ বাংলাদেশ থেকে এসেছে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে বলে দাবি করা হচ্ছে।
এছাড়াও একাধিক দেশের স্ট্যাম্প মারা ওষুধ রয়েছে বলে খবর। ওষুধ গুলি ওখানে মজুত করা হয়েছিল। তার মধ্য়ে ডায়াবেটিক রোগীদের জন্য বরাদ্দ ওষুধও রয়েছে। এদিকে এমন ওষুধও রয়েছে যার একটার দামই ২ লাখ টাকা। এতটাই দামী সেই সব ওষুধ। ভবানীপুরে বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই ওষুধের কারবার। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
কতদিন ধরে এই ধরনের ওষুধের কারবার চলছে, কোথায় এই ওষুধ পাঠানো হত, কোনও নার্সিংহোমে এই ওষুধ পাঠানো হত কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
নিম্নমানের জাল ওষুধ ওই জায়গায় মজুত করা হয়েছিল সেই খবর পাওয়ার পরেই অভিযান শুরু হয়। কোটি কোটি টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এই জাল ওষুধ কাদের কাছে পাঠানো হত, আর কারা এই জাল ওষুধের কারবারের সঙ্গে যুক্ত সেটা দেখা হচছে। কত দিন ধরে এটা চলছিল, কীভাবে এই ওষুধ এখানে নিয়ে আসা হত সেটাও দেখা হচ্ছে।
তবে বহু সাধারণ মানুষ কষ্টের টাকা খরচ করে ওষুধ কিনে থাকেন। কিন্তু সেই ওষুধই যদি জাল হয় তবে বিরাট বিপদ হয়ে যেতে পারে। সেকারণে অত্যন্ত উদ্বেগের এই ঘটনা।