• এই রাস্তায় গাড়ি পার্কিং নয়, বহু রাস্তা ওয়ান ওয়ে, বর্ষশেষে কড়া পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • রাত পোহালেই নতুন বছর। আর এই বর্ষবরণ উপলক্ষ্য়ে কলকাতার রাস্তায় অনেকেই উৎসবের মেজাজে। সেই সঙ্গেই যে সমস্ত জায়গায় বর্ষবরণের জন্য মানুষের জমায়েত হচ্ছে সেখানে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গেই ট্রাফিক ব্যবস্থাকে যথাযথ রাখাটাও এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একটি হল কড়া নিরাপত্তার ব্যবস্থা করা। সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গেই দেখা হচ্ছে যান চলাচল যাতে যথাযথ হয়। কারণ যানজটে গাড়ি আটকে গেলেই কেলেঙ্কারি। সেকারণেই এই ব্যবস্থা। 

    যে সমস্ত জায়গায় পার্কিং করা যাবে না তার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলি হল, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট। রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড ও উড স্ট্রিটে পার্কিং করা যাবে না। প্রয়োজনে রাসেল স্ট্রিটে এই কড়াকড়ি হতে পারে। 

    লালবাজার যান নিয়ন্ত্রণ ও পার্কিং সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে। সেখানে ৩১শে ডিসেম্বর রাতে ও ১লা জানুয়ারি কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। ভিড়ের উপর অনেক কিছু নির্ভর করছে। কিছু রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্বে একমুখী গাড়ি চলবে। রাত তিনটে পর্যন্ত এই ওয়ান ওয়ে গাড়ি চলবে। জওহরলাল নেহেরু রোড ও এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে ওয়ানওয়ে গাড়ি চলবে শেক্সপিয়র সরণী ধরে। হোচিমিন সরণী। 

    এখানেই শেষ নয়,  রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রশিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যেতে পারবে না। ক্যামাক স্ট্রিট থাকবে একমুখী যান চলাচল। পার্ক স্ট্রিট ও রাসেল স্ট্রিট ক্রশিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না। গাড়ি পার্ক করা যাবে রাসেল স্ট্রিটের পূর্ব ও পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর, উড স্ট্রিট ও রফি আহমেদ কিদোয়াই রোডের পশ্চিম দিকেও পার্কিং করা যাবে। সেক্ষেত্রে নিয়ম মেনেই গাড়ি চালাতে হবে, নিয়ম মেনেই করতে হবে পার্কিং। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)