• 'ফিরে দেখা ২০২৪' ভিডিয়োতে মমতা রাখলেন আরজিকরকেও, ছন্দে ছন্দে ২০২৫-এর শুভেচ্ছা
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • বিদায় নিচ্ছে ২০২৪। আসছে ২০২৫। নতুন আশা, নতুন স্বপ্ন। সেই নতুন বছর আসার আগে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। ছন্দে ছন্দে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। লিখেছেন মমতা। তিনি লিখেছেন, আমরা ২০২৪ সালকে বিদায় জানাতে চলেছি। আমার হৃদয় মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। আমাদের শক্তির উৎস। এটা আপনাদের বিশ্বাস ও আস্থার জন্য়ই যাবতীয় নিপীড়ন ও শোষনের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে শক্তি যোগায়।

    তিনি লিখেছেন, এই বছর ফের একবার আমরা পরীক্ষায় বিজয় লাভ করেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি তা আপনাদের ভালোবাসা ও সংহতির জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য় আমি হাত জোড় করে বাংলার মানুষকে ধন্য়বাদ জানাই।

    এখানেই শেষ নয়, মমতা লিখেছেন, আমি আমার প্রতিশ্রুতি আবার স্মরণ করছি, বাংলার মানুষকে সর্বোচ্চ ক্ষমতার মাধ্যমে সেবা করব ও সুরক্ষিত রাখব। ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধের আদর্শগুলিকে দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। জয় বাংলা। জানিয়েছেন মমতা।

    এদিকে সামনের বছর বিধানসভা ভোট নেই। তবে তারপরের বছরই ২০২৬। বাংলায় বিধানসভা ভোট। তবে ২০২৫ নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। ২০২৬ সালের আগের বছর অর্থাৎ ২০২৫ সাল শাসক দল কার্যত বিধানসভা ভোটের লড়াইয়ের জমি তৈরি করবে। সেক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ২০২৫ সাল।

    এই শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি একটি ভিডিয়ো পেশ করেছেন। সেখানে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একের পর এক কর্মসূচিকে তুলে ধরা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই ভিডিয়োতে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে আরজি কর আন্দোলনের কথা। মমতা কীভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে গিয়েছিলেন সেকথা জানানো হয়েছে। তিনি আরজি কাণ্ড নিয়ে কী বলেছিলেন তার অনেকটাই রয়েছে মমতার পেশ করা সেই ভিডিয়োতে। সেখানে তাঁকে বলতে শোনা যায় আপনারা যখন রাস্তায় থাকেন তখন আমাকেও কিন্তু পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।

    অন্য়দিকে ২০২৪ সালের বন্যার পরিস্থিতিও রয়েছে সেই ভিডিয়োতে। সেই সঙ্গেই ডিসেম্বরে সন্দেশখালির মিটিংয়ের আপডেটটাও রয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)