• সিগনাল ভেঙে মহিলাকে পিষে দিল L238
    হিন্দুস্তান টাইমস | ০১ জানুয়ারি ২০২৫
  • বছরের শেষ দিনে বেপরোয়া দুই বাসের রেষারেষি তে দুর্ঘটনা। দু’টি বাসের রেষারেষিতে গুরুতর আহত এক মহিলা। ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক বাসটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সূত্রের খবর, মঙ্গলবার সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাতগামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি বেসরকারি বাস একে অপরের সাথে রেষারেষি করতে থাকে। মুচিবাজার থেকে তেলেঙ্গাবাগান পর্যন্ত একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ২ বাসের চালকরা। সেই সময় তেলেঙ্গাবাগান সিগনালে এলে রাস্তা পারাপার করছিলেন অনিমা দত্ত নামের এক এলাকার বাসিন্দা।

    রেষারেষি করতে করতে মহিলাকে ধাক্কা মারে L238 বাসটি। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মহিলা। এরপরেই দু’টি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা। প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম্য বেড়ে চলেছে বলে প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ। আহত মহিলাকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের দাবি, এই এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারির অভাব রয়েছে। সেই সুযোগে প্রায় রোজই রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বাসের গতি রুখতে নির্বিকার তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)